Connect with us

জাতীয়

নবীগঞ্জে বন্যপ্রাণী আইন ভঙ্গ: পানকৌড়ি শিকারিতে অর্থদণ্ড

Published

on

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ লঙ্ঘন করে পানকৌড়ি পাখি শিকার ও বিক্রির অপরাধে এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার রইছগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আলীপুর গ্রামের মনির উদ্দিনের পুত্র ফারুক মিয়া (৫৫) কে শিকার করা পানকৌড়ি বিক্রির অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের সূত্রে জানা গেছে, ফারুক মিয়া শিকার করা পানকৌড়ি পাখিটি বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। পরে পাখিটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী সংরক্ষণে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী অনুমতি ছাড়া বন্যপ্রাণী শিকার, হত্যা বা বিক্রি দণ্ডনীয় অপরাধ।

স্বত্ব © ২০২৫ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির