লাখাই উপজেলা প্রেসক্লাবের সদস্য এস এম জুবায়েরকে সংগঠন পরিপন্থী কাজ করার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩ঘটিকায় লাখাই উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক জরুরী সভায় উপস্থিত সকলের সর্বস্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
পরে অত্র প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম এর স্বাক্ষরিত এক পত্রে এসএম জুবায়েরকে সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে মর্মে নিশ্চিত করা হয়েছে।
এদিকে পত্রে বলা হয়েছে, কিছৃদিন পূর্বে এসএম জুবায়ের অত্র প্রেসক্লাব এর অফিসিয়াল ম্যাসেঞ্জার গ্রুপে সংগঠন এর গঠনতন্ত্র পরিপন্থী লেখালিখি করেন। পরবর্তীতে গত ২৬ সেপ্টেম্বর অত্র প্রেসক্লাব থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছিল। পরে নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শানোর জবাব না দেওয়ায় ওই জরুরী সভায় থাকে তার সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।
এবিষয়ে বহিস্কৃত এসএম জুবায়ের এর সাথে যোগাযোগ করলে যোগাযোগ করা সম্ভব হয় নি। জরুরী সভায় উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাবের নির্বাহী সদস্য দেবাশীষ আচার্য্য, সহ সভাপতি জুনাইদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নিতেশ দেব, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলমগীর তালুকদার। সদস্য জিহাদ কামাল খোকন, আব্দুল হান্নান, আশিক আহমেদ প্রমুখ।