লাখাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠলাখাই উপজেলা প্রেসক্লাবের ২০২৪-২০২৫ সেশনের নতুন কমিটির গঠন করা হয়েছে। মঙ্গলবার (২০ফেব্রুয়ারী) বেলা ১১টায় উপজেলার বুল্লা বাজারে প্রেসক্লাবের অস্থায়ী কার্যলয়ে সংগঠনটির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে আবুল কাশেমকে পুনরায় সভাপতি ও রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ–সভাপতি এস এম মহসিন সাদেক, সহ-সভাপতি জুনাঈদ চৌধুরী, সেলিমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, শিপার মাহমুদ, নিতেশ দেব, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়, সহ–সাংগঠনিক সম্পাদক মনর উদ্দিন মনির, প্রচার সম্পাদক আলমগীর হোসেন তালুকদার, দফতর সম্পাদক সজল গোপ, অর্থ সম্পাদক শাহ আমজাদ হোসেন নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউসুফ আহমেদ আলিফ, নির্বাহী সদস্য – কৃষ্ণ রায়, জিহাদ কামাল খোকন, আঃ হান্নান, এসএম জোবায়ের আহম্মদ।