চুনারুঘাট উপজেলায় র্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুধপাতিল গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম আব্বাস মিয়া (৪২)।
তিনি ওই গ্রামের মৃত আশ্রব আলীর পুত্র। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করে। এ সময় আব্বাস মিয়ার কাছ থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, আব্বাস দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা জানান, আব্বাস মিয়ার কারণে এলাকায় যুবসমাজ মাদকে আসক্ত হয়ে পড়ছিল। তাকে আটক করায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে।