স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদ সাধারণ মানুষের সেবার জন্য কাজ করার কথা। তবে হবিগঞ্জ সদর উপজেলার ৬নং রাজিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল করিম দুলালের ক্ষেত্রে তা বিভিন্ন তার নিয়ন্ত্রণে তৈরী হয়েছে চাঁদাবাজির সাম্রাজ্য।
স্থানীয়দের অভিযোগের শেষ নেই বদরুল করিম দুলালের বিরুদ্ধে, নতুন করে পরিষদের সামনের মাঠ ও রাস্তা দখল করে অবৈধভাবে টমটমের স্ট্যান্ড বসিয়ে চালকদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে প্রতিদিন। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের অভিযোগ, অনিয়মে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকে হত্যা ও গুমের হুমকি দিয়েছিলেন চেয়ারম্যান।
চেয়ারম্যান বদরুল করিম দুলাল হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের প্রথম সাংগঠনিক সম্পাদক।
সূত্র জানায়, সম্প্রতি ইউনিয়ন পরিষদের সামনে একটি নতুন অস্থায়ী স্ট্যান্ড তৈরি করা হয়েছে, যেখানে রিকশা, অটোরিকশা ও টমটম চালকদের কাছ থেকে দৈনিক ৫০-১০০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, এই চাঁদার টাকার বড় অংশই চেয়ারম্যানে দুলালের কাছে যাচ্ছে।
স্থানীয় এক টমটম চালক বলেন,আমাদের বলা হয়েছে, যদি এখানে গাড়ি রাখতে হয়, তাহলে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে। না দিলে প্রশাসনের ভয় দেখানো হচ্ছে এমনকি গাড়ি জব্দ করে পুলিশের কাছে দিয়ে দেয়ার হুমকি দেখান দুলালের লোকজন।
এ বিষয়ে চেয়ারম্যান বদরুল করিম দুলালের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
তবে ইউনিয়নে সচেতন মহল বলছেন, অবৈধভাবে স্ট্যান্ড বসিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।