Connect with us

মিরর বিশেষ

দখল আর বিপদ একসাথে

Published

on

ছবি | সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা

হবিগঞ্জ শহরের কামরাপুর কুরিহাটি মহল্লায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ঝুঁকিপূর্ণভাবে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, লিটন কুড়ি নামে এক ব্যক্তি বৈদ্যুতিক খুঁটি মাঝখানে রেখে ঘর নির্মাণ করেছেন। এতে ঘরের ভেতর দিয়ে বৈদ্যুতিক তার যাওয়ায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, পানি উন্নয়ন বোর্ডের ওই জমি দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি হিসেবে রক্ষিত ছিল। কিন্তু সম্প্রতি লিটন কুড়ি সেখানে দখল করে স্থায়ী ঘর নির্মাণ শুরু করেন। বিদ্যুতের খুঁটি ঘরের দেয়ালের ভেতর চলে যাওয়ায় পুরো স্থাপনাটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ওই খুঁটি দিয়ে একাধিক তার সংযুক্ত রয়েছে এবং সেগুলো খোলা অবস্থায় ঝুলছে।

আরো দেখুন | নেতার চাপে দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

ঘরের টিনের সঙ্গে তারের সংস্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনার আশংকা রয়েছে। তাদের অভিযোগ- লিটন কুড়ি খোয়াই নদীর বাঁধের গায়ে এই বসতবাড়ি নির্মাণ করেছেন এবং বাঁধের ভেতরেই একটি টিউবওয়েল স্থাপন করেছেন। এতে নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা এলাকায় জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি বাড়াতে পারে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নীরবতায় দখলবাজদের সাহস আরও বেড়ে গেছে। তারা দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান- খোয়াই নদীর বাঁধের ভেতরে বা গায়ে স্থায়ী কোনো স্থাপনা নির্মাণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কেউ যদি অনুমতি ছাড়াই এমন স্থাপনা নির্মাণ করে, তা নদীর তীর রক্ষাব্যবস্থার জন্য গুরুতর হুমকি। বিষয়টি আমরা খতিয়ে দেখব এবং প্রয়োজনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

এই বিষয়ে জানতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জ নির্বাহী প্রকৌশলীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

স্বত্ব © ২০২৫ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির