Connect with us

জাতীয়

দৈনিক আমার হবিগঞ্জ’ এর ঘোষণা বাতিল করেছে জেলা প্রশাসন

Published

on

হবিগঞ্জের স্থানীয় পত্রিকা ‘দৈনিক আমার হবিগঞ্জ’-এর ঘোষণা ও নিবন্ধন বাতিল করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) জেলা প্রশাসক ড. মো. ফরিদুল রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইন, ১৯৭৩-এর ১১(ক) ও ১১(খ) ধারার বিধান অনুযায়ী এ বাতিলাদেশ জারি করা হয়েছে।

এর আগে, গত ১৩ অক্টোবর “দৈনিক আমার হবিগঞ্জ”-এর প্রকাশক/সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরদিন ১৪ অক্টোবর তিনি জবাব দাখিল করলেও তা জেলা প্রশাসনের মতে অসন্তোষজনক ও যুক্তিহীন ছিল। ফলে আইন অনুযায়ী ঘোষণাটি বাতিল করা হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, আইনের আলোকে ঘোষণা বাতিলের পর সংশ্লিষ্ট পত্রিকাটি আর আইনগতভাবে প্রকাশযোগ্য নয়।

জেলা প্রশাসক ড. মো. ফরিদুল রহমান প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন এবং অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হয় সংশ্লিষ্ট দপ্তরে।

 পত্রিকা বন্ধের চিঠি পেয়েছি। কোন সমস্যা নাই। দেখা হবে বিজয়ে একদিন।

 এ বিষয়ে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সুশান্ত দাস গুপ্ত বলেন, পত্রিকা বন্ধের চিঠি পেয়েছি। কোন সমস্যা নাই। দেখা হবে বিজয়ে একদিন।

স্বত্ব © ২০২৫ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির