হবিগঞ্জ -১ (নবীগঞ্জ – বাহুবল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোশাহিদ আলম মুরাদ-এর নবীগঞ্জে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শহরের মধ্য বাজারস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মোশাহিদ আলম মুরাদ হবিগঞ্জ -১ আসনে নিজের প্রার্থীতা ঘোষণা করে দলের মনোনয়ন প্রত্যাশার বিষয় টি তোলে ধরেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ সুমন, ডালিম চৌধুরী, জাকারিয়া আহমেদ, রাকিব আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল, ছাত্রদল নেতা নাবেদ মিয়া, আলাল মিয়া প্রমূখ। নবীগঞ্জে যুব সমাজের আইকন ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোশাহিদ আলম মুরাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে গিয়ে অনেক হামলা-মামলা, জেল জুলুমের শিকার হয়েছি। দলের জন্য দীর্ঘদিন কারাভোগ করেছি।
তৃর্ণমুল বিএনপিসহ যুব সমাজের দাবীর কারনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে বাধ্য হয়েছি। তিনি বলেন আমার রাজনৈতিক ও ব্যক্তিগত কর্মকান্ড পর্যালোচনা করলে শতভাগ আশাবাদী দল আমার প্রতি সুবিচার করবেন। মোশাহিদ আলম মুরাদ আরও বলেন, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জের মাটি ও মানুষের ভালবাসার প্রতীক আলহাজ্ব জি কে গউছের উপর সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরীয়া হত্যার সাজানো মিথ্যা মামলা রয়েছে। যা ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের আমলে দেয়া হয়েছিল। এ ভাবে অসংখ্য মিথ্যা সাজানো মামলায় বছরের পর বছর কারা বরণ করেছেন জিকে গউছ।
তিনি তার উপর সকল মিথ্যা সাজানো মামলা প্রত্যাহারের জন্য বর্তমান সরকারের প্রতি দাবী জানান। উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোশাহিদ আলম মুরাদ বলেন, দলের র্দূদিনে পুলিশের হুলিয়া মাথায় নিয়ে জীবনের ঝুকিঁ নিয়ে দলের এবং কর্মীদের জন্য কাজ করেছি। কারো সাথে আতাত করিনি। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে নবীগঞ্জ-বাহুবলের জনগণের পাশে থেকে কাজ করেছি। তবে দল যাকে মনোনয়ন দিবে তাকে নিয়েই কাজ করবো। এছাড়া উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মোশাহিদ আলম মুরাদ। এক প্রশ্নের জবাবে বলেন, সর্বদিক বিবেচনায় দল আমাকে মনোনয়ন দিবে বলে আমি আশাবাদী।