বানিয়াচং উপজেলার খাগাউড়া বাজারে শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে ফেসবুকে ভিডিও পোস্ট করার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় আরও ছয়জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২৭ সেপ্টেম্বর রাতের দিকে উপজেলার ৮ নম্বর খাগাউড়া ইউনিয়নের খাগাউড়া বাজারে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটেন এবং সেই দৃশ্য ফেসবুকে পোস্ট করেন।
ভিডিওটি পুলিশের নজরে আসার পরপরই অভিযান চালানো হয়। পরদিন সকাল সাড়ে ১০টার দিকে বানিয়াচং থানার পুলিশ ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আনহার তালুকদারকে (২৪) গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বানিয়াচং থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন কর্মী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে ফেসবুকে পোস্ট করলে সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশের নজরে আসে। তখন দ্রæত অভিযান চালিয়ে ঘটনার ছয় ঘণ্টার মধ্যে পোস্টকারী আনহার তালুকদারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। ওসি আরও বলেন, “ডেভিলরা এ ধরনের কোনো কার্যক্রম করলে ছাড় দেওয়া হবে না। জন্মদিন পালন করে ফেসবুকে ভিডিও দেওয়া ছয়জনকে শনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তার আনহার তালুকদারকে ২০২৪ সালের ১৯ জুলাই বড়বাজার শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাতে গ্রেপ্তার দেখানো হয়েছে।