Connect with us

জাতীয়

ভাবীকে ঘরে তালাবদ্ধ করে রাতভর নির্যাতন, মুমূর্ষু অবস্থায় সিলেট রেফার

Published

on

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। প্রবাসীর স্ত্রী আছিয়া খাতুনকে (৪০) ঘরের ভেতরে তালাবদ্ধ করে রাতভর বর্বর নির্যাতন চালিয়েছে তার দেবর ও তার সহযোগীরা।

ভুক্তভোগী আছিয়া খাতুন কাটখাল গ্রামের দুবাই প্রবাসী মৃত হাজী টেনু মিয়ার পুত্র মোঃ তাজুল ইসলামের স্ত্রী। ঘটনার সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। অভিযোগে জানা যায়, গত শুক্রবার রাত ৮টার দিকে তার দেবর মোঃ সইদুল মিয়া ও তার লোকজন আছিয়া খাতুন ও তার শিশু সন্তানকে একটি রুমে আটকে রেখে রাতভর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।

অসহ্য নির্যাতনের এক পর্যায়ে তিনি ৯৯৯ নম্বরে ফোন করলে রাত আনুমানিক ১টার দিকে বানিয়াচং থানার কুর্শাখাগাউড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালা ভেঙে তাকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে।

স্থানীয়দের সহযোগিতায় আহত নারীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান এবং দ্রুত তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ভুক্তভোগীর স্বামী মোঃ তাজুল ইসলাম জানান, “আমি বাড়িতে না থাকায় আমার স্ত্রী ও শিশুসন্তানকে ঘরে তালাবদ্ধ করে নির্যাতন চালিয়েছে আমার ভাই সইদুলসহ আরও কয়েকজন।”

এ বিষয়ে কুর্শাখাগাউড়া পুলিশ ফাঁড়ির এসআই কামাল হোসেন জানান, “৯৯৯-এ কল পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই এবং তালাবদ্ধ ঘর থেকে আহত নারীকে উদ্ধার করি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এখনো কেউ আটক হয়নি বলে জানা গেছে। এলাকাজুড়ে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Continue Reading

For Any Inquiry

dailybanglamirror@gmail.com

স্বত্ব © ২০২২ - ২০২৫ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির