Connect with us

জাতীয়

মাধবপুরে ভিক্ষুকের ঘরে মিলল বস্তা ভর্তি টাকা, সর্বত্র কৌতুহল

Published

on

মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দলাগাঁও গ্রামে এক ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘর থেকে মিলেছে বস্তাভর্তি টাকা। এ ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে কৌতূহল। মৃত ভিক্ষুকের নাম নাসির মিয়া (৭০)। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। মিতব্যয়ী ও নিরহঙ্কার জীবনের জন্য গ্রামবাসীর কাছে পরিচিত ছিলেন সৎ মানুষ হিসেবে।

গত ৯ অক্টোবর বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন নাসির মিয়া। পরদিন ১০ অক্টোবর তার পরিবার ঘর পরিষ্কার করতে গিয়ে একটি পুরনো বস্তা দেখতে পান। সন্দেহবশত বস্তাটি খুললে চোখে পড়ে গুচ্ছ গুচ্ছ টাকার নোট। পরে স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে টাকা গোনা হলে দেখা যায়, বস্তায় রয়েছে ২ লাখ ২৪ হাজার টাকা। ধারণা করা হচ্ছে, তিনি বছরের পর বছর ভিক্ষা ও অনুদানের টাকা অল্প অল্প করে সঞ্চয় করেছিলেন। কেউ কেউ বলছেন, কারও ওপর আস্থা না থাকায় তিনি টাকাগুলো ঘরেই লুকিয়ে রেখেছিলেন।


স্থানীয় বাসিন্দা শাহ আলম বলেন, নাসির মিয়া অত্যন্ত সৎ ও সরল মানুষ ছিলেন। এত টাকা জমিয়েও কখনো তা নিয়ে বড়াই করেননি। বহরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি সত্য। মৃত্যুর কিছুদিন আগে তিনি আমার কাছে বয়স্ক ভাতার আবেদন করেছিলেন। তখনও ধারণা ছিল না, তাঁর কাছে এত টাকা থাকতে পারে। 


স্থানীয়দের মতে, এই ঘটনা শুধু বিস্ময়ের নয়, সমাজের জন্য একটি শিক্ষাও। দরিদ্র হয়েও সততা ও মিতব্যয়ী জীবনযাপন কেমন হতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন ভিক্ষুক নাসির মিয়া। বর্তমানে উদ্ধার হওয়া টাকাগুলো তাঁর পরিবারের হেফাজতেই রয়েছে বলে জানা গেছে।

স্বত্ব © ২০২৫ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির