Connect with us

প্রেস রিলিজ

মেডিকেল কলেজ রক্ষায় ছাত্রদলের স্মারকলিপি

Published

on

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং কলেজের স্থায়ী ক্যাম্পাসসহ সকল সুবিধা নিশ্চিত করার দাবিতে হবিগঞ্জ জেলা ছাত্রদল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫) দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এতে তারা কলেজের স্থায়ী অবকাঠামো, উন্নত শিক্ষার পরিবেশ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার জোর দাবি জানান।


স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন  জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নেতাকর্মীরা, এসময় নেতারা  বলেন, “হবিগঞ্জ মেডিকেল কলেজ জেলার জন্য একটি অমূল্য সম্পদ। এটি বন্ধের যেকোনো ষড়যন্ত্র আমরা রুখে দেব। আমরা চাই কলেজটির স্থায়ী ক্যাম্পাস দ্রুত স্থাপন করা হোক এবং সকল আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হোক।

এসময় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা কলেজ রক্ষায় যে কোনো প্রয়োজনে রাজপথে কঠোর আন্দোলনের ঘোষণা দেন এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

হবিগঞ্জের জনগণ ও শিক্ষার্থীরা এ বিষয়ে সচেতন হলে এবং প্রশাসন কার্যকর পদক্ষেপ নিলে মেডিকেল কলেজটির ভবিষ্যৎ আরও সুসংহত হবে বলে মত প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

For Any Inquiry

dailybanglamirror@gmail.com

স্বত্ব © ২০২২ - ২০২৫ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির