Connect with us

জাতীয়

রাজিউড়ায় মাদক ব্যবসায়ী সুজন বেপরোয়া প্রশাসনের হস্তক্ষেপ দাবি

Published

on

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের রাজিউড়া দক্ষিণপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী সুজন মিয়া দীর্ঘদিন ধরে নানাধরনের মাদক বিক্রি করে আসছেন। তার বেপরোয়া এই কার্যকলাপে এলাকার উঠতি যুবক-কিশোররা ব্যাপকভাবে মাদকাসক্ত হয়ে পড়ছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য মাদকাসক্ত জনতা তার কাছ থেকে মাদক কিনে নাশকতা চালাচ্ছে, যা সামাজিক বিকাশ ও শান্তির জন্য মারাত্মক হুমকি স্বরূপ। স্থানীয়রা জানায়, মাদক সেবানের জন্য প্রয়োজনীয় টাকা জোগার করতে অনেক যুবক ও কিশোর বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে, যার মধ্যে রয়েছে চুরি ছিনতাই, ডাকাতি ইত্যাদি। মাদক ব্যবসায়ী সুজন মিয়ার এই অপরাধী সিন্ডিকেটের কারণে পুরো এলাকার সমাজ এখন ধ্বংসের এক অন্ধকার পথে দাঁড়িয়ে। এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকরা জানান, সুজন মিয়ার এই অবৈধ কর্মকাণ্ডের পেছনে রয়েছে এক বিশাল অপরাধী চক্র, যারা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। কিন্তু তবুও তিনি কোনও শঙ্কা ছাড়াই নির্ভয়ে মাদক ব্যবসা পরিচালনা করছেন। এই পরিস্থিতিতে স্থানীয় জনগণ দ্রুত সুজন মিয়াকে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তারা আশলা প্রকাশ করেছেন যদি সুজনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে পুরো এলাকা মাদক ও অশান্তির ভয়াবহ জালে বন্দি হয়ে যাবে। স্থানীয়রা দাবি করছেন- “আইনের এনে মাদক ব্যবসায়ী ও তার সিন্ডিকেটকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন অন্যরা সাবধান হয় এবং আমাদের সমাজকে মাদকমুক্ত রাখা যায়।

স্বত্ব © ২০২৫ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির