লাখাই উপজেলা প্রেসক্লাবের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মো. আবুল কাসেম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. রফিকুল ইসলাম।অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক দেবাশীষ আচার্য আও দৈনিক খোলা কাগজ পত্রিকার সহ-সম্পাদক শিপার মাহমুদ। এছাড়া বক্তব্য রাখেন— সংগঠনটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি মনর উদ্দিন মনির, অর্থ সম্পাদক ও দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রতিনিধি এমসি শুভ আহমেদ, দপ্তর সম্পাদক সজল গোপ, নির্বাহী সদস্য জিহাদ কামাল খোকন, আব্দুল হান্নান ও সদ্য যোগদানকৃত সদস্য আশিক আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।