লাখাই প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এমসি শুভ আহমেদ শুক্রবার (৭ জুন) লাখাই প্রেসক্লাব থেকে পদত্যাগ করেছেন। জানাযায়, লাখাই অল জার্নালিস্ট মেসেঞ্জার গ্রুপ এ তিনি পদত্যাগের ঘোষণা দেন।
এব্যাপারে লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজের ব্যাবাহৃত মুঠোফোনে ফোন দিলে রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয় নি। পরে সহ সভাপতি আশীষ দাশ গুপ্তের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শুভ গ্রুপে পদত্যাগের নোটিশ দিছে।
পদত্যাগকারী দপ্তর সম্পাদক এমসি শুভ আহমেদ বলেন, , আমি আমার ব্যাক্তিগত কারনে লাখাই প্রেসক্লাব থেকে পদত্যাগ করেছি।