Connect with us

আইন - আদালত

শায়েস্তাগঞ্জে কিশোরীকে ২ দফায় সংঘবদ্ধ ধর্ষণ

Published

on

ছবি | শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এক কিশোরী ২ দফায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে।  এই ঘটনায় রায়হান মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই কিশোরী নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম রেলস্টেশন থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন ট্রেনে উঠেছিল।  কিন্তু সে ভুল করে শায়েস্তাগঞ্জ স্টেশনে নেমে পড়ে। 

সোমবার (১৪ জুলাই) পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।  গ্রেপ্তার রায়হান শায়েস্তাগঞ্জ থানার ৪নং ওয়ার্ডের চরনুর আহমদ গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধর্ষণের ঘটনায় ওই কিশোরী গত ১২ জুলাই শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হাজির হয়ে লিখিত অভিযোগ করেছে। পরে সেটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।

লিখিত অভিযোগে ওই কিশোরী জানিয়েছে, সে গত ৯ জুলাই রাত সোয়া ১০টার দিকে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম রেলস্টেশন থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন ট্রেনে ওঠে এবং ভোর ৪টার দিকে ভুলক্রমে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে নেমে পড়ে।

সে আরও জানিয়েছে, এসময় মাসুম মিয়া ওরফে ডগি (২৫), রায়হান মিয়া (২৬), হৃদয় মিয়া (২৭) ও ইলিয়াছ মিয়া (২৪) ওই কিশোরীকে  ফুঁসলিয়ে শায়েস্তাগঞ্জ থানাধীন পূর্ব বড়চর গ্রামের জনৈক রতন সূত্রধরের বসতবাড়ি সংলগ্ন ফাঁকা একটি পরিত্যক্ত বারান্দায় নিয়ে যায়। সেখানে মাসুম মিয়া ও রায়হান তাকে ধর্ষণ করে। 

পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তীতে একই দিনে হৃদয় মিয়া ও ইলিয়াছ মিয়া কিশোরীকে শায়েস্তাগঞ্জ থানাধীন নিজগাঁও গ্রামের জনৈক শাহিন মিয়ার বাগানে নিয়ে ধর্ষণ করে।  

একপর্যায়ে কিশোরী অচেতন হয়ে পড়লে তারা পালিয়ে যায়।  পরে জনৈক মুন্না ও আকাশ নামে দুই যুবক ওই কিশোরীকে উদ্ধার করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

উল্লেখ্য | এর আগে গত ৩০ জুন ভুল করে কুলাউড়া রেলস্টেশনে নেমে ধর্ষণের শিকার হয় এক কিশোরী। সেই ঘটনায় আক্তার আলী নামের এক গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

For Any Inquiry

dailybanglamirror@gmail.com

স্বত্ব © ২০২২ - ২০২৫ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির