Connect with us

প্রেস রিলিজ

সাংবাদিক হত্যার প্রতিবাদে আজমিরীগঞ্জে মানববন্ধন

Published

on

গাজীপুরে কর্মরত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সারা দেশের মতো আজমিরীগঞ্জেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) দুপুর ২টায় বাংলাদেশ প্রেসক্লাব আজমিরীগঞ্জ শাখা ও আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের যৌথ উদ্যোগে উপজেলা সদরের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে দুই প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও আইনের শাসনের জন্য গভীর হুমকি। তারা অবিলম্বে হত্যাকারীদের  সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার ও গ্রেপ্তারকৃত দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, একটি স্বাধীন দেশে গণমাধ্যমকর্মীরা সব সময় জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করেন। অথচ তাদের জীবন আজ নিরাপদ নয়, যা অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব আজমিরীগঞ্জ শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ক্লাবের সকল সদস্য এবং আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য।

মানববন্ধন শেষে সাংবাদিকরা একস্বর হয়ে শপথ নেন, পেশাগত দায়িত্ব পালনকালে কোন প্রকার ভয়-ভীতি বা হুমকির কাছে নতি স্বীকার না করার এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাওয়ার।

For Any Inquiry

dailybanglamirror@gmail.com

স্বত্ব © ২০২২ - ২০২৫ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির