Connect with us

তথ্যপ্রযুক্তি

স্বর্ণপদকজয়ী হবিগঞ্জের দুই তরুণকে সংবর্ধনা

Published

on

হবিগঞ্জ জেলায় বিজ্ঞানচর্চা ও তরুণ উদ্ভাবকদের সাফল্যকে সম্মান জানাতে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ আয়োজন করেছে এক বিশেষ সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান।

(২২ অক্টোবর বুধবার) আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে অসামান্য সাফল্য অর্জন করায় হবিগঞ্জের দুই কৃতি তরুণকে সংবর্ধনা দিয়েছে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ। মালয়েশিয়ায় ৭ম WICE 2025-এ স্বর্ণপদক বিজয়ী লাবিব ইসলাম এবং IRO Bangladesh Open 2025-এর জাতীয় কুইজ চ্যাম্পিয়ন বর্ণ মোদক জিৎ-কে এই বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

বুধবার (২২ অক্টোবর) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুর রহমান বলেন, “হবিগঞ্জের তরুণরা আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করছে। এই ধরনের উদ্যোগ তরুণদের বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনে অনুপ্রাণিত করবে। জেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।” অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসককে “আজীবন উপদেষ্টা সম্মাননা” প্রদান করা হয়।

উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাবা পাপিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ মোশাহিদ মজুমদার।

মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন, “বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনই ভবিষ্যতের মূল চাবিকাঠি। এই সংবর্ধনা আমাদের তরুণদের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণে প্রেরণা যোগাবে।”

সভাপতির বক্তব্যে জনাবা পাপিয়া আক্তার বলেন, “উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের মাধ্যমে আমরা হবিগঞ্জের প্রতিটি মেধাবী তরুণকে সুযোগ দিতে চাই। আজকের এই সংবর্ধনা আরও শিক্ষার্থী ও উদ্ভাবককে আন্তর্জাতিক মঞ্চে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চুনু মিয়া, লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সিলেট বিভাগীয় প্রধান মোহাম্মদ নূর উদ্দিন, পিটিআই জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম এবং উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, বাহুবল শাখার সভাপতি মিনজাব ছাহাম।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও ক্লাবের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version