হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)।
বুধবার (২৩ অক্টোবর) সকাল ৭টার দিকে শায়েস্তাগঞ্জ থানার সামনে হাইওয়ে রোডে মারাত্মক সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাকে খবর দেন।
পরে বিষয়টি পিবিআই হবিগঞ্জ জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ হায়াতুন নবীকে জানানো হলে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
তার নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) রাজীব কুমার দাশ, এসআই (নিঃ) আব্দুল আহাদ, এএসআই (নিঃ) তারেকুর রহমান এবং কনস্টেবল শামীম মিয়া সমন্বয়ে গঠিত ক্রাইমসিন টিম ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে।
পরে পিবিআই সদর দপ্তরের সহায়তায় এফআইভিএস (AFIS) সফটওয়্যারের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।
শনাক্তকৃত ব্যক্তির নাম মোঃ সুজন মিয়া (৩৫), পিতা: মৃত মোঃ সুরুজ মিয়া, মাতা: মোছাঃ পরতিঙ্গা বেগম,
স্থায়ী ঠিকানা: পীরবাড়ী, কাশিমপুর, লাকুড়ীপাড়া রামশ্রী, বাহুবল, হবিগঞ্জ।
পিবিআই সূত্রে জানা গেছে, শনাক্তকৃত তথ্য শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
পিবিআই কর্মকর্তা জানান, “অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্তে প্রযুক্তির ব্যবহার এখন দ্রুত ও কার্যকর প্রমাণিত হচ্ছে। ভবিষ্যতেও এই প্রক্রিয়া আরও উন্নত করা হবে।