হবিগঞ্জ মেডিকেল কলেজ সরানোর ষড়যন্ত্রের প্রতিবাদ ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে সম্মিলিত ছাত্র-সমাজ, হবিগঞ্জ।
বৃহস্পতিবার দুপুর ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে (নিমতলা, হবিগঞ্জ) এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। আয়োজকরা দাবি করছেন, হবিগঞ্জ মেডিকেল কলেজকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা মানা হবে না এবং দ্রুত সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে।
এ বিষয়ে এক শিক্ষার্থী বলেন, “হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই মেডিকেল কলেজ। কোনো অজুহাতে একে সরিয়ে নেওয়া হলে তা হবিগঞ্জবাসীর প্রতি অবিচার হবে।”
আয়োজকরা সকল শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের মানববন্ধনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।