Connect with us

জাতীয়

হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রক্ষিত মালামাল নিলাম

Published

on

হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিভিন্ন সময় জব্দকৃত মালামাল নিলাম দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুর থেকেই আদালত পাড়ায় ছিল উৎসুক জনতার ভিড়। প্রায় ৫ শতাধিক লোক নিলাম দেখতে যান।

এর মাঝে অর্ধশত লোক তাদের নাম রেজিস্ট্রার করে নিলামে অংশগ্রহণ করেন। তবে অনেকেই বলেন, অতিরিক্ত লোক থাকায় মোটর সাইকেল, মিশুক, সিএনজিসহ বিভিন্ন পুরাতন যানবাহন নিলামের অতিরিক্ত মূল্য আহ্বান করা হয়।

এর মাঝে ৯টি মোটর সাইকেল, একটি সিএনজি ও একটি মিশুক নিলাম করা হয়। মোটর সাইকেল সর্বোচ্চ ৮৮ হাজার টাকায় বিক্রি করা হয় এবং সর্বনিম্ন ৯ হাজার টাকা। একটি সিএনজি ৪৫ হাজার টাকা, একটি মিশুক ২৩ হাজার টাকায় বিক্রি করা হয়।

নিলামে নানা পেশাজীবি অংশ নেন। কোর্ট ইন্সপেক্টর শেখ নাজমুল হক জানান, বিভিন্ন মামলার আলামত হিসেবে কোর্টের হেফাজতে জব্দ ছিলো। মামলা নিষ্পত্তি হওয়ায় এগুলো নিলামে বিক্রি করা হয়েছে।

Continue Reading

For Any Inquiry

dailybanglamirror@gmail.com

স্বত্ব © ২০২২ - ২০২৫ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির