Connect with us

জাতীয়

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রে প্তা র

Published

on

নাশকতার অভিযোগে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে নবীগঞ্জ শহরের বাঁশবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

সাজু উপজেলার চরগাঁও গ্রামের বাসিন্দা এবং নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন চৌধুরীর পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের আগস্টে হবিগঞ্জ শহরে অনুষ্ঠিত ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে’ হামলার ঘটনায় সাজুর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া নবীগঞ্জের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনার সঙ্গেও তার জড়িত থাকার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা এবং নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার সকালে আদালতে পাঠানো হবে।”

Continue Reading

For Any Inquiry

dailybanglamirror@gmail.com

স্বত্ব © ২০২২ - ২০২৫ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির