Connect with us

জাতীয়

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জেলা বিএনপির র‌্যালীতে জি কে গউছ ॥ কোন ষড়যন্ত্র যাতে জনগণ থেকে বিএনপিকে আলাদা করতে না পারে সে দিকে সতর্ক থাকতে হবে

Published

on

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বৃষ্টিকে উপেক্ষা করে স্মরণকালের বিশাল বিজয় র‌্যালী করেছে হবিগঞ্জ জেলা বিএনপি।
গতকাল বুধবার বেলা ২টায় শায়েস্তানগর কেন্দ্রীয় ঈদগাহ থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছের নেতৃত্বে র‌্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালীটি চৌধুরী বাজার খোয়াইমুখ এলাকায় গিয়ে শেষ হয়।


সকাল থেকেই শহরে থেমে থেমে বৃষ্টি হলেও তা উপেক্ষা করে হাজার হাজার মানুষের সমাগম ঘটে র‌্যালীতে। র‌্যালিটি জনস্রোতে পরিণত হয়।


র‌্যালীপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জি কে গউছ বলেন- নির্বাচন ঘনিয়ে আসছে। আমরা জনগণের দল। জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। অতএব সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

কোন ষড়যন্ত্র যেন জনগণ থেকে আমাদেরকে আলাদা করতে না পারে সে দিকে বিএনপি নেতাকর্মীদেরকে সতর্ক থাকতে হবে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানান।

Continue Reading

For Any Inquiry

dailybanglamirror@gmail.com

স্বত্ব © ২০২২ - ২০২৫ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির