নিজের চুখের সামনে অনেক কিছুই দেখেছি, অর্থের অভাবে ভালো ছাত্রী কে লেখাপড়া ছাড়তে দেখেছি।
আমি দেখেছি, ক্যান্সার এর মতো মরন ব্যাদি রোগে আক্রান্ত হয়ে ও চুখে নতুন করে বাচাঁর সপ্ন।
আমি দেখেছি পদ্মার বুকে হারিয়ে যাওয়া ছেলের জন্য আজও মায়ের পথ চেয়ে বসে থাকা।
দেখেছি, কলংকিত না হয়ে ও কলংকের অপবাদ নিয়ে বেচেঁ থাকা এক নারী।
আমি দেখেছি, নিজের পায়ে দাঁড়িয়ে নিজের সপ্ন কে তুলে ধরা এক নারী।
সব কিছু দেখে শিক্ষা নিয়ে বাচঁতে শিখে গেছি….আমি বাচঁতে শিখে গেছি