বাহুবল উপজেলার প্রাণকেন্দ্র বাহুবল বাজারে প্রতিদিনই চলছে তীব্র যানজট। সকাল থেকে রাত পর্যন্ত বাজারের মূল সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ, দোকানপাটের ক্রেতা-বিক্রেতা থেকে শুরু করে শিক্ষার্থী ও রোগী পর্যন্ত।
সড়কের দুই পাশে সিএনজি, অটোরিকশা, রিকশা ও পণ্যবাহী ভ্যান অনিয়মিতভাবে দাঁড় করিয়ে রাখার কারণে চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বাহুবল মডেল থানার গেইট থেকে করাঙ্গী ব্রীজ পর্যন্ত অংশে যানজট সবচেয়ে বেশি দেখা যায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিন বাজারে আসা ক্রেতারা যানজটের কারণে দুর্ভোগে পড়েন। অনেক সময় ৫ মিনিটের পথ পাড়ি দিতে লাগে ২০ মিনিট।
একজন স্থানীয় বাসিন্দা বলেন,
প্রতিদিন যানজটে আটকে থাকতে হয়। প্রশাসনের তদারকি বাড়ালে এই সমস্যা অনেকটাই কমে আসবে।”
এ বিষয়ে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান,
বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার করা হবে। প্রয়োজন হলে সড়ক থেকে অবৈধভাবে পার্ক করা যানবাহন সরিয়ে নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।