লাখাইয়ে এক রাতে ফার্মেসী ব্যাবসায়ীসহ ৭ ব্যকক্তির সর্বস্ব লুট করে নিয়ে গেছে একদল ডাকাত চক্র, ২৯ অক্টোবর (মঙ্গলবার)
দিবাগত রাতে বামৈ টু মুড়িয়াউক মোর্শেদ কামাল সড়কে এই ডাকাতির ঘটনাঘটেছে, এছাড়াও গতকাল বুধবার সন্ধায় মোড়াকরি এলাকায় পুলিশের অভিযানে চুরি যাওয়া টিভি, গ্যাস সিলিন্ডার চুলা, স্বর্ণেরবালাসহ বিভিন্ন মালামাল উদ্ধার পূর্বক স্থানীয় সালমান ও মারাজ নামে দুইজনকে আটক করেছে লাখাই থানার একদল পুলিশ। এব্যাপারে কথা হলে উপপরিদর্শক(এসআই) জালাল আহমেদ বলেন,
উদ্ধারপূর্বক মালামালসহ ২জনকে আটক করা হয়েছে, জিঙ্গেসাবাদ চলছে। ২০ অক্টোবর দিবাগতরাতে মোড়াকরি পূর্বগ্রামের মুদি দোকানদার গৌতম মোদকের ঘরের দরজার তালা ভেঙ্গে চোরি সংগঠিত হয়, উদ্ধারকৃত মালামাল গুলো গৌতম মোদকের বলে জানাগেছে।
ফার্মেসী ব্যাবসায়ী সুমন(৩৮)বলেন, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বামৈ থেকে আমার গ্রামের বাড়ি মুড়য়াউক যাবার প্রতিমধ্যে মোর্শেদ কামাল সড়কে আমার মোটর সাইকেলের গতিরোধ করে ৮/১০জন বিশিষ্ট একটি ডাকাত চক্র, পরে তারা আমার দুই হাত বেঁধে এবং দুই চোখে কাপড় বেঁধে জমিতে ফেলে রেখে চলে যায়, এসময় আমার লক্ষাধিক টাকার মুল্যের একটি মোটর সাইকেল, একটি স্মার্টফোনসক নগত ৩ হাজর
৩শত টাকা নিয়ে পালিয়ে যায় তারা, আমি স….চিৎকার করলে পথচারী কয়েকজন আমাকে উদ্ধার করে, পরে আমি পুলিশকে অবগত করেছি। ঠিক এই স্থানো ঐ ঘটনার ৩০ মিনিট পর আরও ২টি মোটর সাইকেলের গতিরোধ করে ঐ ডাকাত চক্র, এসময় দুইচালকসহ হেলাল, মামুন নামে ৬ যুবককের ৮টি স্মার্ট ফোন ও নগদ সাড়ে ১০ হাজার টাকা দিয়ে যায় ডাকাত দল।
কথা হলে এক ভুক্তভোগী যুবক বলেন, কম বয়সী ৮/১০ জন যুবক আমাদেরকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকাসহ মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতদলে। পরে আমজনতা বের হয়ে ডাকাতদের খোঁজাখুঁজি করলে, তাদের পাওয়া যায় নি।
পরে লাখাই থানার ওসিকে অবগত করলে তিনি লাখাই থানার একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে, আমাদেরকে জিজ্ঞেসাবাদ করেন।
এব্যাপারে লাখাই থানায় ওসি বন্দে আলী বলেন, চুরি ডাকাতি রোধে পুলিশ কাজ করছে। গতকাল লুণ্ঠিত মালামালসহ ২জনকে আটক করা হয়েছে।