রাজনৈতিক দলগুলো এবং জনগণের পক্ষ থেকে যে বক্তব্য আসবে সে অনুযায়ী সরকার বিবেচনা করবে।’
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগের প্রশ্নে তিনি বলেন, ‘সরকার একটি শক্তিশালী তদন্ত কমিটি করার বিষয়ে ভাবছে। এটা তো আসলে কোনো রাজনৈতিক সাধারণ কর্মীরদের ওপর হামলার ঘটনা না। এটা একটি রাজনৈতিক দলের প্রধান নেতার ওপরে হামলা। আমরা আওয়ামী লীগের সময়েও এ ধরনের ঘটনা ঘটতে দেখিনি। এটা অবশ্যই দুঃখজনকভাবে হয়েছে। সে জায়গা থেকে অবশ্যই যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, যেই করুক এই দায়িত্ব সরকারের ওপর বর্তায়। এবং সরকারকে এটার সমাধান করতে হবে। এই হামলার বিচার করার মাধ্যমে ভবিষ্যতে যাতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাহস করতে না পারে, সেটা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’