হবিগঞ্জের ঐতিহ্যবাহী রাজনৈতিক মুক্ত শচীন্দ্র কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৯ আগস্ট হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রিংগন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমানের স্বাক্ষরিত এক প্যাডে এ কমিটি প্রকাশ করা হয়।
কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে। শিক্ষার্থী ও অভিভাবকসহ অনেকে মন্তব্য করছেন— দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবমুক্ত হিসেবে পরিচিত এ কলেজে হঠাৎ ছাত্ররাজনীতির কমিটি গঠন অযৌক্তিক এবং শিক্ষার পরিবেশের জন্য হুমকি হতে পারে।
তবে জেলা ছাত্রদল নেতাদের দাবি, সংগঠনকে শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে সচেতন মহল বলছে, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তার শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত করবে।