হবিগঞ্জে আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, জাপার শংকর পালসহ ১২২ জনের নাম উল্লেখ করে আরও একটি বৈষম্য বিরোধী মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামে ফাহিম চৌধুরী বাদী হয়ে মামলা করেন।
মামলায় তারা ছাড়াও উল্লেখযোগ্য আসামি হলেন, মশিউর রহমান শামীম, এডভোকেট প্রবাল মোদকসহ ১২২ জন। এ ছাড়াও অজ্ঞাত ৩০০-৪শ কে আসামি করা হয়। বিচারক মামলা আমলে নিয়ে এ বিষয়ে সদর থানায় আরও কোনো মামলা হয়েছে কি না সে বিষয়ে প্রতিবেদন দেয়ার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, গত ৪ আগষ্ট বৈষম্য ছাত্র আন্দোলনে বাদীসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় তিনি প্রতিকার চেয়ে আদালতে মামলা করেন।