Connect with us

জাতীয়

বন্ধুকে গাঁজা দিতে গিয়ে নিজেই বন্দি

Published

on

হবিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জামাকাপড়ের ভেতর লুকানো অবস্থায় গাঁজা পাচারের চেষ্টাকালে এক দর্শনার্থীকে আটক করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই ২০২৫) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে কারাগারে আটক এক বন্দির জন্য জামা কাপড় নিয়ে আসেন মোঃ ফজলু মিয়া, পিতা মোঃ মকবুল হোসেন, গ্রাম মোহনপুর, সদর, হবিগঞ্জ।

কারা কর্তৃপক্ষ জানায়, জামাকাপড় তল্লাশির সময় একটি প্যান্টের পকেটের সেলাই করা অংশ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি সাথে সাথে জেল সুপারকে অবহিত করা হলে, তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোঃ ফজলু মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং তাকে কারাগারে প্রেরণ করা হয়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, কারাগারের নিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

For Any Inquiry

dailybanglamirror@gmail.com
Exit mobile version