Connect with us

শিক্ষা

লাখাইয়ে একাদশের ভর্তিতে অতিরিক্ত ফি আদায়

Published

on

হবিগঞ্জের লাখাই উপজেলার লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিতে অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ উঠেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এতে দরিদ্র শিক্ষার্থীদের অভিভাবকগণ টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছেন।

শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ কর্তৃক প্রকাশিত একাদশ শ্রেনির ভর্তি নীতিমালা ২০২৪ এ বলা হয়েছে, এমপিওভুক্ত কলেজ সমূহ সকল উপজেলা/মফস্বল এলাকায় বাংলা ও ইংঃ ভার্সনে ভর্তি ফি ১ হাজার ৫ শত টাকা নির্ধারিত করা হয়েছে। এদিকে সেই নীতিমালা ভঙ্গ করে শিক্ষার্থী প্রতি বিকাশ/নগদের মাধ্যমে ২ হাজার ৫শত ৫০ টাকা ভর্তি ফি নিচ্ছেন এ কলেজ কর্তৃপক্ষ। গতদুইদিন অত্রকলেজ, পাশ্ববর্তী কম্পিউটারের দোকানে গিয়ে এ চিত্র লক্ষ্য করা গেছে।

ভর্তি হওয়া শিক্ষার্থী তাছলিমা ও সানজিদা সহ কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের কাছ থেকে কলেজ কর্তৃপক্ষ বিকাশ/নগদের মাধ্যমে ভর্তি ফি বাবদ ২ হাজার ৫শত ৫০ টাকা নিয়েছে, আমরা সুত্রে জেনেছি উপজেলা/মফস্বল পর্যায়ে ১হাজার ৫শত টাকা নির্ধারণ করছে সংশ্লিষ্ট দপ্তর। এব্যাপারে এক স্যারকে প্রশ্ন করলে সুদুত্তর দেন নি। কলেজের নোটিশে ভর্তি ফি কোন খ্যাতে কত টাকা নেয়া হচ্ছে তা উল্লেখ করা হয় নি, শুধু ২হাজার ৫শত ৫০ টাকা উল্লেখ করা হয়েছে।

জানাযায়, ১৯৭৩ সালে এ কলেজটির যাত্রা শুরু করে। পরে কলেজটি এমপিওভুক্ত হয় একপর্যায়ে সরকারি করণও হয়। কোটা সংস্কার আন্দোলনের জেরে স্থগিত হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম ২৮ জুলাই শুরু হলেও তা চলবে ১ আগস্ট পর্যন্ত।

মনিরুজ্জামান নামে এক শিক্ষার্থীর অভিবাবক বলেন, কলেজের লোকজন বলছে ২ হাজার
৫শত ৫০ টাকা ছাড়া ভর্তি করার সুযোগ নেই তাদের কথায় বাধ্য হয়ে ভর্তি করাতে হলো ছোট বোনকে। তারা মনগড়া ভাবে সুস্পষ্ট কোনো খ্যাত না দেখিয়ে ভর্তি ফি অযুহাতে মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে টাকা আদায় করা হচ্ছে।

আরেক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ভর্তি ফি মওকুফের জন্য আবেদন করতে ২ দিন গিয়েছিলাম কলেজে, একদিনও অধ্যাক্ষকে উপস্তিত পাইনি। এত টাহা(টাকা) কোথায় পাব দুশ্চিন্তায় আছি।

এবিষয়ে জানতে লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও ভর্তি কমিটির আহব্বায়ক জাবেদ আলীর মুঠোফোনে একাধিকবার কল দিলে রিসিভ নাকরায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন, আমি অধ্যাক্ষের সাথে কথা বলব।

সিলেট বিভাগীয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক(কলেজ) প্রতাপ চন্দ্র সরকার বলেন, মন্ত্রণালয় ও বোর্ডর নির্ধেশনা অমান্য করে ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের কোনো সুযোগ নেই, কেউ যদি নেন তা নিয়মবহির্ভূত হবে। ভর্তি নীতিমালার পিডিএফ ফাইল ও মানি রিসিটের কপি আমার হোয়াটসঅ্যাপে দিন, দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা নিব।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For Any Inquiry

dailybanglamirror@gmail.com
Exit mobile version