হবিগঞ্জে ছয় মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন পেয়েছে। কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল সাক্ষরিত পত্রে নতুন এই কমিটি আগামী ছয় মাস সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে বলে উল্লেখ করা হয়।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা
নতুন কমিটিতে আহ্বায়ক আরিফ তালুকদার এবং সদস্য সচিব মাহদি হাসান সহ বেশ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত নেতা রয়েছেন। জানা গেছে, শিক্ষার্থীদের অধিকার ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণই হবে এই কমিটির মূল লক্ষ্য।
যা জানালেন কমিটির দায়িত্বশীলরা
কমিটির দায়িত্বশীলরা জানিয়েছেন, আগামী দিনগুলোতে তারা বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করবেন। এর মধ্যে সেমিনার, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশসহ নানা কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। নতুন কমিটির অনুমোদনের মাধ্যমে হবিগঞ্জ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।