Connect with us

শিক্ষা

সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের গভর্ণিং বড়ির সভাপতিকে সংবর্ধনা

Published

on

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের
গভর্নিং বড়ির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।রোববার (২০ এপ্রিল) সকালে কলেজ মিলনায়তনে কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কলেজের অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিনের সভাপতিত্বে ভাইস প্রিন্সিপাল মোজাম্মেল হক এর পরিচালনায়,সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অন্যতম পরিচালক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
নবনির্বাচিত সভাপতি সৈয়দ মোঃ ফয়সল বলেন, বৃহত্তর সিলেটের প্রবেশদ্বার মাধবপুরের সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজ ১৯৮৬ সালে প্রতিষ্টা করা হয়।মাধবপুর বাসির ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার সুযোগ অবারিত করার জন্য। অনেক বাধাবিপত্তি মোকাবেলা করতে হয়েছে।কিন্তু এলাকার শিক্ষার কথা চিন্তা করে কলেজ প্রতিষ্টাতার পর থেকে আমরা সব ধরনের সহযোগীতা করেছি।বিগত সরকার আমাদেরকে রাজনৈতিকভাবে দুরে রেখেছিল। তবে মাধবপুর বাসি আমাদের তাদের মনের মণিকোঠায় রেখেছে।তাই শত নির্যাতন অত্যাচার সহ্য করে আমরা মানুষের কল্যাণ করেছি।যারা আমাদের বিরুদ্ধ ষড়যন্ত্র করেছে তারা আজ হারিয়ে গেছে। সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, এই কলেজের শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখতে হবে।
দেশের মধ্যে যেন শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃতি লাভ করে সেজন্য ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের ভুমিকা রাখাতে হবে।

Continue Reading

For Any Inquiry

dailybanglamirror@gmail.com
Exit mobile version