পদত্যাগ করেছেন হবিগঞ্জের লখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাবেদ আলী।বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে লাখাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট পদত্যাগ পত্রের কপি পাঠান তিনি।
বিষয়টি নিশ্চিত করে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাবেদ আলী পদত্যাগ করেছেন, সেনাবাহিনীর উপস্থিততে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ক্লাসে ফিরার আহব্বান করা হয়েছে। এর আগে বেলা পোনো ১০টা থেকে দুপুর পোনে ৩ ঘঠিকা পর্যন্ত নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে টানা সপ্তম দিনের মতো এ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে লাখাই টু হবিগঞ্জ আঞ্চলিক সড়ক অংশের উপজেলা পরিষদ গেইটে সড়ক অবোধ করে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা।
ফলে দীর্ঘ যানযট তৈরি হয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়।খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্তকরার চেষ্টাকালীন সময় ঐ উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে ঐ অধ্যক্ষ পদত্যাগ করেছেন মর্মে বক্তব্যে ঘোষণা দেন।
পরে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করে ঘটনাস্থল ত্যাগ করে। পূর্বে অত্রকলেজের শিক্ষক/কর্মচারীরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাবেদ আলী স্বাক্ষরিত পদত্যাগপত্রে বলা হয়, শারিরিক অসুস্থতার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে পদত্যাগ করি লাম।