হবিগঞ্জের এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় পলাতক হবিগঞ্জ শহরের জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শিক্ষক হুমায়ুন কবীরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত বুধবার তারাবিহর নামাজের পর সদর থানার এস আই মমিনুল ইসলামসহ একদল পুলিশ ইনাতাবাদ এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশ জানায়, লাখাই উপজেলার সিংহগ্রামের জৈনক ব্যক্তি হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে বসবাস করেন। তার কন্যা গত বছর এসএসসি পরীক্ষার সময় জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শিক্ষক হুমায়ুন কবীরের নিকট প্রাইভেট পড়তো। এসময় ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন শিক্ষক হুমায়ুন। এতে রাজি না হলে এসএসসি পরীক্ষায় কেন্দ্রে তার বন্ধুবান্ধব দিয়ে বহিস্কারের ভয় দেখান। ভয়ে ওই ছাত্রী প্রেমের প্রস্তাবে সম্মতি দিলে গত বছরের ১৭ আগষ্ট প্রাইভেট পড়ানোর সময় তার বাসায় ওই ছাত্রীকে ধর্ষণ করেন হুমায়ুন।
বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে স্কুলের প্রধান শিক্ষক মামলা না করে সালিশ বিচারের মাধ্যমে সমাধানের চেষ্টা করেন। এ নিয়ে ৬ ডিসেম্বর সালিশও হয়। কিন্তু তা ওই শিক্ষক না মানায় ১১ ডিসেম্বর সদর থানায় মামলা করেন ছাত্রীর পিতা। এরপর ওই শিক্ষক হাইকোর্ট থেকে জামিন আনলেও মেয়াদ শেষ হওয়ার পরও আদালতে হাজির না হয়ে পলাতক ছিলেন।